নেদারল্যান্ডস দূতাবাসের কর্মকর্তাদের কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম পরিদর্শন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১২:৩২| আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১২:৪৫
অ- অ+

নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা এবং সিনিয়র পলিসি অ্যাডভাইজর মুশফিকা জামান সাতিয়ার UNCDF এর WING প্রোগ্রামের আওতায় কর্মসংস্থান ব্যাংক ঠাকুরগাঁও জেলায় স্পেশাল রিভলবিং গ্র্যান্ড ফান্ড সংক্রান্ত কার্যক্রম বুধবার পরিদর্শন করেন। এসময় তারা ঠাকুরগাঁও জেলায় এ কর্মসূচির নারী উদ্যোক্তা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান।

উল্লেখ্য, দেশের পাঁচটি উইং জেলা যথাক্রমে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও, যশোর, কক্সবাজার ও কুড়িগ্রাম-এ পাইলটিং প্রজেক্ট হিসেবে এ কর্মসূচি চলমান রয়েছে। নারী উদ্যোক্তাদের অগ্রাধিকারের পাশাপাশি বিশেষ বিবেচনায় শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, জাতিগত সংখ্যালঘু এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে এ কর্মসূচিতে ঋণ প্রদান করা হচ্ছে।

(ঢাকা টাইমস/২২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা