সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৪:৫৬| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৫:০০
অ- অ+

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে বেতন প্রদান পরিষেবাকে সহজতর ও উন্নত করার জন্য পে-রোল ব্যাংকিং সল্যুশন, ডেবিট কার্ড এবং এটিএম সুবিধাসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এবং বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের নির্বাহী পরিচালক খন্দকার গিয়াসউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এই চুক্তির আওতায় বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং সেবার মাধ্যমে তাদের বেতন এবং অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। এছাড়াও কার্ডধারীরা এটিএম থেকে নগদ উত্তোলন, পয়েন্ট অফ সেল (পিওএস) লেনদেন, ই-কমার্স পেমেন্ট, ফান্ড ট্রান্সফার এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অর্থ যোগ করার মতো বিস্তৃত সেবার সুবিধা উপভোগ করতে পারবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা