৪১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০১| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:১১
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো না খেললেও বল হাতে দুর্দান্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৩০ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বোলিং তোপে মাত্র ৪১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে ওয়েস্ট ইন্ডজ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আজ ওপেনিংয়ে নামেন ব্র‍্যান্ডন কিং ও জনসন চার্লস। প্রথম দুই ওভারেই তারা তুলে নেন ১৯ রান। তবে পরের ওভারেই এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ব্র‍্যান্ডন কিং। তার বিদায়ে ১৯ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

ব্র‍্যান্ডন কিং এর পর একই ওভারে আন্দ্রে ফ্লেচারকেও ফেরান তাসকিন। তাসকিনের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানেই সাজঘরে ফিরে যান আন্দ্রে ফ্লেচার। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ১৯ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

১৯ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন জনসন চার্লস ও নিকোলাস পুরান। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি শেখ মেহেদী হাসান। তাসকিনের পর তিনিও জোড়া আঘাত হানেন ক্যারিবীয়ান শিবিরে। তার বোলিং তোপে প্রথমে জনসন চার্লস ও পরে নিকোলাস পুরান পথ ধরেন প্যাভিলিয়নের।

জনসন চার্লস ১২ বলে ১৪ ও নিকোলাস পুরান ৮ বলে ৫ রান করে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৩২ রনে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

দলের বিপদ আরও বাড়িয়ে সাজঘরে ফিরে যান রভম্যান পাওয়েল। ৭ বলে মাত্র ৬ রান করে হাসান মাহমুদের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে মাত্র ৪১ রানেই ৫ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে আজ বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। টাইগার ব্যাটাররা যেনো প্রতিযোগিতায় নেমেছেন কার আগে কে সাজঘরে ফিরে যাবেন। যার ফলে মাত্র ৮৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শঙ্কা জাগে দলীয় ১০০ এর আগেই অলআউট হওয়ার। তবে শামীম হোসেন পাটোয়ারীর ১৭ বলে ৩৫ রানে ভর করে নির্ধারিক ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থামে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মা ও ৬ মাসের শিশুসহ ১১ জন নিহত
'সীমান্ত গৌরবে' বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
ডিসেম্বরে নির্বাচন হবে, এমনই বিশ্বাস রাখতে চাই: মির্জা আব্বাস 
স্বাধীনতা দিবসে ঘরে বসেই দেখুন মুক্তিযুদ্ধের সাড়া জাগানো এই সিনেমাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা