বার্সাকে হারানোর পর অ্যাতলেটিকোর খেলোয়াড়দের নিজের রেস্টুরেন্টে খাওয়ালেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯
অ- অ+

আলেকজান্ডার সরলোথের শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার বিপক্ষে নাটকীয় এক জয় পেলো অ্যাতলেটিকো মাদ্রিদ। শনিবার লা লিগায় তারা ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে আবার উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষেও।

এমন জয়ের পর উৎসবে মেতে ওঠার কথা রোজিব্লাঙ্কোদের। কিন্তু সেই উৎসবে যদি বার্সেলোনার কিংবদন্তিই রসদ যোগায় তবে ব্যাপারটা কেমন দাঁড়ায়? বার্সেলোনার হারের পর এমন ঘরের শত্রু বিভীষণের ভূমিকাই নিয়েছেন লুইস সুয়ারেজ।

২০০৬ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে বার্সেলোনা। এস্তাদিও অলিম্পিকে অনুষ্ঠিত ম্যাচটি বিশ্বজুড়ে অনেকেই দেখেছেন। তাদেরই একজন লুইস সুয়ারেজ। ইন্টার মায়ামিতে খেলা উরুগুয়ের এই কিংবদন্তি এক সময় এই দুই দলেই খেলেছেন। বার্সেলোনায় নিজের সেরা সময়টা পার করে অ্যাতলেটিকো মাদ্রিদেই যোগ দিয়েছিলেন সুয়ারেজ।

স্পোর্ত জানিয়েছে, বার্সেলোনাকে হারানোর পর অ্যাতলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের পুরস্কৃত করেছেন। আর এই পুরস্কার অন্য কিছু নয়, নিজের রেস্টুরেন্ট চালিতো'র খাবার মাদ্রিদের দলটির খেলোয়াড়দের খাইয়েছেন সুয়ারেজ।

২০২৩ সালে সুয়ারেজ চালিতো নামের এই চেইন রেস্টুরেন্ট খোলেন। বার্সেলোনা এবং মাদ্রিদে এই রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়তাও পেয়েছে।

অ্যাতলেটিকো মাদ্রিদের অধিনায়ক কোকে কয়েকজন সতীর্থের সঙ্গে সুয়ারেজের রেস্টুরেন্টের খাবারের প্যাকেট হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সুয়ারেজের উপহারে রোজিব্লাঙ্কোরা খুশি হলেও বার্সেলোনা সমর্থকরা ভালোভাবে নেয়ার কথা নয়। কাতালান ক্লাবটিতে খেলেই খ্যাতির চূড়ায় উঠেছিলেন এই উরুগুইয়ান। তবে ২০২০ সালে বেশ তিক্ততা নিয়েই কাতালান ক্লাবটি ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেজ। ক্লাবটিকে লিগ শিরোপা জেতাতে দারুণ ভূমিকাও রাখেন তিনি। সেই তিক্ততা থেকেই বার্সেলোনার হারের দিনে এক হাত নিতে এমন কাণ্ড করেছেন বলে অনেকেই মনে করছেন।

অ্যাতলেটিকো মাদ্রিদ চলতি মৌসুমে রীতিমতো উড়ছে। দিয়েগো সিমিওনের দল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। লা লিগায় দলটি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে।

(ঢাকাটাইমস/২২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা