বাউফলে অপহৃত ব্যবসায়ী দুই দিন পর উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫১
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মুদি মনোহরি ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে (৭৬) দুই দিন পর (৫২ ঘণ্টা) উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত রাত দেড়টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমার কচুয়া গ্রাম থেকে র‌্যাব ও পুলিশের যৌথ টিম তাকে উদ্ধার করে।

উদ্ধার কাজে নেতৃত্বে দেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম। ওই ব্যবসায়ীকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আতিকুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সাহায্যে শিবানন্দ রায় বনিককে অক্ষত উদ্ধার করা হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের ডেকে বিস্তারিত জানাবেন।

শিবানন্দ রায় বনিক বন্দরের একজন বড় ব্যবসায়ী। তিনি চাল, ডাল, আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা। শুক্রবার সারাদিনের হিসাব বুঝে নিয়ে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সোয়া ১০টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী দল দোকানে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এসময় দোকান দুই কর্মচারীকে বেঁধে ফেলে মুখোশধারীরা। পরে তারা দোকানের ক্যাশে থাকা পাঁচ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে শিবানন্দকে বেঁধে ট্রলারে উঠিয়ে অপহরণ করে।

এ খবর ছড়িয়ে পড়লে ওই বন্দরের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন। তারা জড়ো হয়ে শিবাননন্দ বনিককে দ্রুত উদ্ধারের দাবি জানান। বন্দরের ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচিও পালিত হয়।

ঢাকাটাইমস/৬জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা