টাঙ্গাইলে লেবুবাগানে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের লেবুবাগান থেকে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ি না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পায় স্বজনরা।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, ‘আমার স্বামী রাতে বাড়ি না ফেরায় তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরদিন সকালে আমাদের লেবুবাগানে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।’ নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, ‘আমার জানামতে বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
(ঢাকা টাইমস/২৩জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন