চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮
অ- অ+

চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হন।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি শুঁটকির ব্যবসার করতেন। জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

নিহতের স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ব্যবসায়িক কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন। শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার সাথে থাকা অপরজনও গুলিবিদ্ধ হন।

এদিকে, ঘটনাস্থলকে ঘিরে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। তবে এখনও কাউকে শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা