চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৮
অ- অ+

চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে রাউজানের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অপর একজন গুলিবিদ্ধ হন।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি শুঁটকির ব্যবসার করতেন। জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।

নিহতের স্বজনরা জানান, চাঁদা না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ব্যবসায়িক কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন। শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার সাথে থাকা অপরজনও গুলিবিদ্ধ হন।

এদিকে, ঘটনাস্থলকে ঘিরে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে। তবে এখনও কাউকে শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ।

(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা