রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে: কাজী মনির  

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯| আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:২১
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে।

সোমবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৫ জানুয়ারি কায়েতপাড়া ইউনিয়নে সমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এটি একটি সন্ত্রাসী ঘটনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের সমাবেশকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এ সন্ত্রাসী হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

(ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা