সখীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে চলাচলে অক্ষম ১১৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার রায়দা ভিলেজ এ লাবিব গ্রুপ সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন সালাউদ্দিন আলমগীর ফাউন্ডেশনের ডিএমবি মো. মাহমুদুল হাসান মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন মুকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ।
(ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন