ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৯
অ- অ+

শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন দুই ভারতীয় নাগরিক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ওই দুই ভারতীয় নাগরিকের কাছ থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে আট লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এ ছাড়া তাদের পাসপোর্টও জব্দ করা হয়।

দুই ভারতীয় নাগরিক হলেন ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) একই এলাকার সেলিনা বেগম (৪৫) বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেনের করা মামলার এজাহারে বলা হয়, ওই দুই ভারতীয় নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশা যোগে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তল্লাশি করে তাদের কাছে ৫২টি থ্রিপিস, ১৭০০টি ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। এসব পণ্যের বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসলেই কি আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে?
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা