ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী

ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে একটি মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী। বাগানটির মালিক বাদশা সিরাজী।
সোমবার সকাল ৭টা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অভিযান চলমান রয়েছে। যশোর থেকে বোমা ডিসপজেবল টিম আসার অপেক্ষায় রয়েছে এই বাহিনী। কে বা কারা রেখেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, যৌথ বাহিনী আমাদের বিষয়টি জানিয়েছে। পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/০৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন