খুলনার হারের পেছনে যার দোষ দেখছেন মেহেদী হাসান মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
অ- অ+

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরে আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা। চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস। যেখানে শেষ বলে খুলনাকে হারিয়ে বিপিএলের ফাইনালের টিকিট কাটে চিটাগং কিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারের কারণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনাকে ২ উইকেটে হারিয়েছে চিটাগং। নাটকীয় শেষ ওভারের শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন আলিস আল ইসলাম। মুশফিকের সেই ওভারে খুলনা ম্যাচ হারলেও, দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন হোল্ডারের ওভারে আলিস আল ইসলামের ১ চার এবং ১ ছয় ম্যাচের মোড় ঘুরিয়েছে।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,

খুলনার অধিনায়ক আরও বলেন, 'শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেয়াতেই।’

এদিকে শেষ বলে মুশফিককে কী করতে বলেছিলেন মিরাজ সেটাও বলেছেন তিনি। মিরাজ বলেন, ‘মুশফিককে বারবার বলছিলাম তুমি কী চাইছ। কারণ এখানে বোলার প্রায়োরিটি গুরুত্বপূর্ণ। আমি বল করব না, বোলার বল করবে। ও বলল আমি ইয়র্কার করব। আমি বললাম ইয়র্কার কোথায় করলে ভালো হবে, তখন বলল যে ভাই আমি স্টাম্পেই করব। আমি বললাম স্টাম্পেই ইয়র্কার করার চেষ্টা করো। স্টাম্পে ইয়র্কার করলে হয়তো কাজ হবে।’

তবে শেষ বলটা স্টাম্পে ইয়র্কার করতে পারেননি মুশফিক। এরপর যা হওয়ার তা হয়েছে। শেষ বলে চার মেরে দলকে উচ্ছ্বাসে মাতিয়েছেন আলিস।

জেসন হোল্ডার নিজের শেষ ওভারে ১৩ রান দিলেও আগের দুই ওভারে খরচা করেছেন মোটে ১০ রান। শেষ ৩ ওভারে চিটাগংয়ের দরকার ছিল ৩৪ রান। ১৮তম ওভারে বোলিংয়ে এসে আলিস আল ইসলামের কাছে একটি ছক্কা ও চার হজম করেন হোল্ডার। মিরাজের ভাষ্য সেই ওভারটাই ডুবিয়েছে খুলনার ফাইনালের স্বপ্ন।

(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা