শিবচরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৭
অ- অ+

মাদারীপুর জেলায় শিবচরে মিজান কাজী (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড় সংলগ্ন একটি ইটের ভাটার পাশের ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিহত মিজান কাজী উপজেলার উমেদপুর ইউনিয়নের পশ্চিম কাঁচিকাটা এলাকার লাভলু কাজীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান। এরপর আর বাড়ি ফিরেননি তিনি। শুক্রবার সকালে ওই এলাকার ইটের ভাটার পাশের একটি ভুট্টা ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দেয়ার পর নিখোঁজ থাকেন মিজান। মিজানের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেতের মধ্যে গলাকাটা মরদেহ পাওয়া যায়।

নিহতের মা মলিনা বেগম বলেন, 'আমার পোলাডা ভ্যান চালায়। সন্ধ্যার পরে যাত্রী নিয়া কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিইরা আইলো না আমার পোলা।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলমান রয়েছে।'

(ঢাকা টাইমস/০৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা