জাতীয় নির্বাচন: ঝিনাইদহের ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৯| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮
অ- অ+

আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর। তিনি জানান, কেন্দ্রীয় কমিটি ঝিনাইদহ জেলার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

প্রার্থীরা হলেন— ঝিনাইদহ-১ (শৈলকুপা নিয়ে গঠিত) আসনে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এ এস এম মতিয়ার রহমান, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত) আসনে জামায়াতের জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর নিয়ে গঠিত) আসনে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মাওলানা মতিউর রহমান, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক নিয়ে গঠিত) আসনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু তালেব।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে পর্যালোচনার পর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এখানে নিজেদের কোনো চাওয়া-পাওয়া বা না পাওয়ার কোনো বিষয় নেই। আমরা চাই সুন্দর-দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে।’

(ঢাকা টাইমস/১১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা