গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার ধাপেরহাটের জামদানীর রাস্তার মুখে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মণ্ডল উপজেলার ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে মামুনকে ডেকে নেয়। এরপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্বজনরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন