বেনাপোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫
অ- অ+

বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামে জমিজমা সংক্রান্ত সালিশ চলাকালীন সময় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। এসময় ১০ থেকে ১২টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

শনিবার রাতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ওম্বত আলীর ছেলে ইরফান আলি (৩৫), সুলতান মল্লিকের ছেলে আবুজর (২৩), আব্দুল গণির ছেলে মোকারুল (৮), তাহাজ্জত মোড়লের ছেলে আবু সিদ্দিক (৪৫) ও পুটের ছেলে জালাল উদ্দিন (৩২) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বালুন্ডা উত্তর পাড়ার অহিদ বিশ্বাস ও ফজলু বিশ্বাসের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনে সালিশ বৈঠক বসানো হয়। এসময় ৫ নম্বর পুটখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল ও ৫ নম্বর বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুলের সমর্থক নেতাকর্মীরা বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হলে কবিরুল সমর্থকের পাঁচ নেতাকর্মী আহত হন। পরে আহতদের মধ্যে দুজনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা