আখাউড়ায় ছাত্রলীগ নেতাসহ আটক ৬

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টায় উপজেলার ঘোলখার গ্রামে থানা পুলিশ ডেভিল হান্ট অভিযান চালিয়ে রানা হাজারী (২৬) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রানা ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি ঘোলখার গ্রামের খোরশেদ আলমের ছেলে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে শনিবার রাত ৯টার দিকে এক কেজি গাজাসহ মো. খুরশিদ আলম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে উপজেলার মোগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি হৃদয় চন্দ্র দাস, তাসলিমা আক্তার, মো. সজিব মিয়া ও সফিকুল ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা