ভৈরবে ৫ দিনব্যাপী বইমেলা শুরু

কিশোরগঞ্জের ভৈরব শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বইমেলা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রাজ কাঁচারি প্রাঙ্গণে একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে।
বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতি ২১ চেতনায় উজ্জীবিত। ভাষা শহীদেরা জীবন দিয়ে এ জাতিকে দেশ রক্ষার মাইলফলক কিভাবে তৈরি করতে তা শিখিয়ে গেছেন।
বক্তারা আরো বলেন, বর্তমান প্রজন্ম ইন্টারনেটের প্রতি আসক্ত হচ্ছে। নতুন প্রজন্ম বইয়ের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে। নতুন প্রজন্মকে বইমেলা সম্পর্কে আগ্রহী করে তুলতে হবে। বইমেলা মূলত লেখক ও পাঠকদের মিলন মেলা। শিশু কিশোরদের পাঠক হিসেবে গড়ে তুলতে শুধু বছরে একবার বই মেলা নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই মেলার মতো উৎসব করা গেলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাঠক হিসাবে গড়ে উঠবে।
মো. হেলাল উদ্দিন বলেন, আজ উন্নয়নশীল দেশগুলো এগিয়ে গিয়েছেন জ্ঞান চর্চার মাধ্যমে। আমাদের এদেশের মানুষের জ্ঞান চর্চা করতে হবে। তা না হলে এদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। বই হচ্ছে জ্ঞানের আধার। মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারে শুধু বই রাখা নয় লাইব্রেরি তৈরি করতে হবে। এদেশের অপরাধ প্রবণতা কমাতে খেলাধুলার পাশাপাশি বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। শিশুর মেধা ও মননের বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেয়।এবারের মেলায় প্রায় ১৮টি বেশি স্টল বসেছে। এছাড়া মেলায় রয়েছে একটি সাংস্কৃতিক মঞ্চ। এখানে প্রতিদিনই থাকবে শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নির্বাচিত শিল্পীদের গান ও নৃত্য, গ্রন্থ আলোচনা ও মঞ্চ নাটক।
(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন