আউটসোর্সিং কর্মীদের অবরোধে পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট লেগে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক সচল করতে ও আউটসোর্সিং কর্মীদের সড়ক থেকে সরাতে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও কেউ কর্ণপাত করেনি। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ও পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় দুইজন আউটসোর্সিং কর্মী আহত হয়।
এর আগে বিকাল ৩টা থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, অধিদপ্তরসহ নানা প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতরা।
এদিকে, অন্যদিকে অবরোধকারীরা জানান, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে জীবন দিব তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।
উল্লেখ্য, এই রিপোর্ট লেখা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রেস ক্লাবের সামনে।
(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন