আইইবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত হয়েছে। বর্ণিল আয়োজনের মাধ্যমে আইইবি সদর দপ্তরসহ দেশব্যাপী আইইবির ১৮টি কেন্দ্র, ৩৪টি উপ-কেন্দ্র এবং বিভিন্ন দেশে ১৪টি ওভারসিজ চ্যাপ্টারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় আইইবি সদর দপ্তর প্রাঙ্গণে জাতীয় ও আইইবির পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।
এসময় আইইবির প্রেসিডেন্টসহ উপস্থিত সব প্রকৌশলী আইইবি গঠনতন্ত্র ও বাইলজের সংশ্লিষ্ট বিধি মেনে দেশে প্রকৌশল বিজ্ঞানের অগ্রগতি ও উন্নয়নে সদা সচেষ্ট থাকার আশাবাদ ব্যক্ত করেন এবং সর্বদা দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যয়ে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে উপস্থিত সবার অংশগ্রহণে আইইবি সদর দপ্তর প্রাঙ্গণ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত উৎসব র্যালি করা হয় এবং র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন (লালন), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল ইসলাম (উজ্জ্বল), প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান (চুন্নু) এবং প্রকৌশল বিভাগ ও চ্যাপ্টারসমূহের নির্বাহী কমিটি, ঢাকা কেন্দ্রের নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যরাসহ আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি/আধা-সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রকৌশলীরা।
এছাড়াও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় 'আলোচনা সভা ও পুরস্কার বিতরণী' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৭মে/জেবি/এফএ)

মন্তব্য করুন