নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের গুলিবর্ষণে ৩ ভারতীয় নিহত

পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত দাবি করেছে।
এ হামলার পর পাকিস্তানের সামরিক বাহিনী ভারত-শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খবর বিবিসির।
বিবিস, সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ‘নির্বিচারে গুলিবর্ষণ’ শুরু করেছে।
তাদের দাবি, নির্বিচারে গুলিবর্ষণ/গোলাবর্ষণে তিনজন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় বাহিনীও আনুপাতিকভাবে জবাব দিচ্ছে।
এদিকে ভারত-পাকিস্তানের চলমান এই সংঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি।
(ঢাকাটাইমস/০৭মে/এফএ)

মন্তব্য করুন