যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত-পাকিস্তানের পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ১০:২৮| আপডেট : ০৭ মে ২০২৫, ১২:০০
অ- অ+

ভারত-পাকিস্তানের মধ্যের যুদ্ধের দামামা বইছে। ভারত দাবি করেছে, তারা পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে পাকিস্তান জানিয়েছে, ভারত ছয়টি স্থানে হামলা চালিয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি এই কথা লিখেছেন।

বুধবার (৭ মে) সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কো রুবিওর সাথে কথা বলেছেন এবং যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অবহিত করেছেন।

ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

“আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে” ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রুবিও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের “আশা করি এটা দ্রুত শেষ হবে” এই মন্তব্যের পুনরাবৃত্তিই করেছেন।

তিনি আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে’ তিনি ভারত-পাকিস্তান দুই দেশের নেতাদের সাথেই যোগাযোগ অব্যাহত রাখবেন।

(ঢাকাটাইমস/৭ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগর-রুনির ছেলের হাতে পূর্বাচলের প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা
৫০০ বাংলাদেশিকে অবৈধভাবে ইতালি পাঠানোর চেষ্টা করেন শাখাওয়াত, অবশেষে সিআইডির হাতে গ্রেপ্তার
প্রাপ্তির লোভে তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী
খিলগাঁওয়ে দস্যুতার চেষ্টা: প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা