কুবির বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

কুবি প্রতিনিধি
  প্রকাশিত : ০৭ মে ২০২৫, ১২:০৩| আপডেট : ০৭ মে ২০২৫, ১২:৩৫
অ- অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে হল প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে হল প্রাধ্যক্ষের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খান, আবাসিক শিক্ষক মো. গোলাম মাহমুদ পাভেল ও মোহাম্মদ ওমর ফারুক এই অভিযান পরিচালনা করেন। এসময় ৪০৫, ৫০৫ ও ৫১৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার করে হল প্রশাসন।

পরবর্তীতে কক্ষগুলোতে বসবাসকারী চার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পেয়েছেন বলে জানান প্রাধ্যক্ষ। চারজন হলেন— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ, লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ, ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ ড. মাহামুদুল হাসান খান বলেন, “আমরা প্রতিদিনের মতো আজকেও রেইড দিয়ে ৪ জনকে মাদকদ্রব্যসহ পেয়েছি। তাদের বিরুদ্ধে আগামীকাল প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দিব। পরবর্তীতে শৃঙ্খলা বোর্ডে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অভিযুক্ত চারজন কোনোভাবেই হলে থাকতে পারবে না।”

(ঢাকাটাইমস/০৭মে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিবের ভাই নাদিম হাসান গ্রেপ্তার
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা