বোয়ালমারীতে সেনাবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং অভিযান শুরু

দেশের চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কম্বাইন্ড পেট্রোলিং অভিযানের অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বোয়ালমারী পৌর বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম এ অভিযান চালায়।
অভিযান সূত্রে জানা যায়, আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখা এবং পবিত্র রমজান সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে মেয়াদোত্তীর্ণ রসদ মজুদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে ভোক্তাদের হয়রানি করতে না পারে সে জন্য এই অভিযান।
বাংলাদেশ সেনাবাহিনীর বোয়ালমারী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে পৌর সদর বাজারের প্রাণকেন্দ্র চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পরে কম্বাইন্ড পেট্রোলিংয়ের অংশ হিসেবে বাজারের বিভিন্ন খাবার হোটেল, ফার্মাসি, ফলের দোকান, পাইকারি ও খুচরা মুদি দোকানে অভিযান চালায় যৌথ বাহিনী।
ক্যাম্প সূত্রে জানা যায়, সম্প্রতি ফরিদপুর সদরে একটি চালের ভান্ডার ও বোয়ালমারীতে একটি খেজুরের দোকানে অভিযান চালিয়ে বেআইনিভাবে চাল মজুদ ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
যৌথ বাহিনীর অপারেশন চলাকালীন জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নত করতে যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন