শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের ব্যতিক্রমী পদত্যাগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন। তবে প্রচলিত আনুষ্ঠারিক ধারায় নয়, শিল্পকলার িএক অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দিয়ে তার পদত্যাগ পত্র তুলে দেন শিল্পকলা একাডেমির সচিবের হাতে।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্যব্যক্তিত্ব।
এছাড়াও নাট্যোৎসবের সমাপনী বক্তৃতাতেও তার পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন।
এদিকে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।
প্রসঙ্গত, শিল্পকলা একাডেমির সচিবের পক্ষে এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই। বিষয়টি গ্রহণের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় সেদিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে মাত্র ৬ মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন