রাঙ্গাবালীতে সাংবাদিকের নামে বনখেকো চক্রের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সংরক্ষিত বন উজাড় করে বনখেকো চক্রের বনভূমি দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গাবালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন আয়োজিত হয়।
রাঙ্গাবালী প্রেসক্লাব ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, বনখেকো চক্রের বিরুদ্ধে সাহসী অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে প্রকৃত ঘটনা আড়াল করতে একটি কুচক্রী মহলের ইন্ধনে সাংবাদিক কামরুল হাসানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বনখেকো চক্র। এ ধরনের ঘটনা সাংবাদিকদের বাকস্বাধীনতার জন্য হুমকি বলে উল্লেখ করেন তারা।
অপপ্রচারের প্রতিবাদ ও সংশ্লিষ্টদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে কঠোর কর্মসূচির ডাক দেবে সচেতন মহল ও সাংবাদিক সমাজ। অনতিবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
মানববন্ধন শেষে রাঙ্গাবালী প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেন স্থানীয় সাংবাদিকরা।
গত ৪ মার্চ দৈনিক যুগান্তরে ‘গাছ কেটে ভুমি দখল’ শিরোনামে রাঙ্গাবালীর মাঝের চরের সংরক্ষিত বন উজাড় করে বনভূমি দখলের সংবাদ প্রকাশিত হয়। পরদিন ৫ মার্চ একাত্তর টেলিভিশনে ‘রাঙ্গাবালীতে সংরক্ষিত বনের গাছ উজাড়: গাছ কাটছে বনখেকোরা, দখল হচ্ছে বনভূমি, তবুও উদাসীন বন বিভাগ’ শীর্ষক প্রতিবেদন ও লাইভ সম্প্রচার করা হয়।
(ঢাকাটাইমস/৭মার্চ/মোআ)

মন্তব্য করুন