মহেশপুর সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ১৫:১৬| আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫:৩৯
অ- অ+

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা বিওপি, সুন্দরপুর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় উত্তর-পূর্ব পাড়া গ্রামের মৃত শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্রী শ্যামল কুমার ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে শ্রী রতন সরকার।

বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের সুন্দরপুর ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে দুই বাংলাদেশিকে আটক করে। পরে তাদের ফেরত পাঠানোর জন্য আহ্বান করে। তাদের আহ্বানে সাড়া দিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি। বৈঠকে আটককৃতদের পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ।

কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস।

(ঢাকা টাইমস/১২মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা