ভৈরবে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৫, ১৯:০৪| আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৯:১২
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে লতিফ মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন ড্রেজার শ্রমিককে আটক করা হয়েছে। তারা হলেন— অষ্টগ্রামের ইটনা এলাকার কাস্তল এলাকা কাছু মিয়ার ছেলে আল আমিন (৩০), শুভ মিয়া (২৬) একই এলাকার মনা মিয়ার ছেলে আজিজুল (৩১) । পরবর্তীতে জরিমানা আদায় করে তিন ড্রেজার শ্রমিককে ছেড়ে দেওয়া হয়।

সোমবার বিকালে ৪টায় উপজেলার আগানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালভার্ট এলাকায় অভিযান চালিয়ে এই অর্থ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার আগানগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার খালভার্ট সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন স্থানীয় বাসিন্দা লতিফ মিয়া ও সিজু মিয়া । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদুওয়ান আহমেদ রাফি নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার জব্দ করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুওয়ান আহমেদ রাফি জানান, প্রশাসনের কোন অনুমতি ছাড়াই ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/১৭মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা