মির্জাপুরে ওষুধ রেস্তোরাঁ ও ফলের দোকানে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে ওষুধ, রেস্তোরাঁ ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড ও মসজিদ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।
অভিযানকালে মসজিদ মার্কেটে নাহার, হালিম ও রাফা ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাত হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁর মালিক রাসেলকে তিন হাজার ও ফলের দোকানদার গফুর মিয়ার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাসুদর রহমান জানিয়েছেন।
(ঢাকা টাইমস/১৮মার্চ/এসএ)

মন্তব্য করুন