নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু 

আঞ্চলিক প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৫, ২০:১৬| আপডেট : ২০ মার্চ ২০২৫, ২০:৪২
অ- অ+

নাসিরনগরে বিদ্যুতস্পৃষ্টে তাছলিমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাছলিমা বেগম উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে। ওই নারীর স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামে। তাছলিমা দুই শিশু সন্তানের জননী ছিলেন।

পরিবারিক সুত্রে জানা গেছে, কিছু দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাছলিমা। ঘটনার দিন বাড়ির উঠানের উপর ঝুলন্ত তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাপরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া বলেন, তাছলিমা বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন। কাপর শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তার ২টি শিশু সন্তান রয়েছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা