অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৫, ১৫:২৪| আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:৩২
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন নিয়ন্ত্রণের প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ট্রেনটিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুরের সাতখামাইর এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ মামুন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বগিটিকে অন্যান্য বগি থেকে আলাদা করা হয়। বেলা পৌনে ১টার দিকে সেটি উদ্ধার করা হলে প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন, ‘মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে যাওয়া বগিটি সরিয়ে ফেলার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা