বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের পরিচিতি সভা

বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নিজস্ব হল রুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত উপদেষ্টারা হলেন— প্রধান উপদেষ্টা আবু বকর চৌধুরী, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, উপদেষ্টা মোহাম্মদ সেলিম, উপদেষ্টা আবুল কালাম আজাদ, উপদেষ্টা আবদুল বাসিত, উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ, উপদেষ্টা কামাল উদ্দিন আহমেদ।
নবগঠিত পরিচালনা পরিষদের সদস্যরা হলেন— আমির হামজা, কামাল হোসেন, জসিম উদ্দিন, কামাল আহমেদ ওরিসা, নুরুল ইসলাম নুর, এমদাদুল হক ইমরান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মকবুল আহমেদ, সহ সভাপতি নোমান উদ্দিন মনির, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

মন্তব্য করুন