যারা একটি আসনেও জিতবে না তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: সাঈদ সোহরাব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ২০:৫০
অ- অ+

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, যেসব রাজনৈতিক দলের জনসম্পৃক্ততা নেই, নির্বাচনে যারা একটি আসনেও জয়ী হতে পারবে না, তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। ৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর নতুন করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার নানা ষড়যন্ত্র চলছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মির্জাপুর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জাসাসের নবগঠিত কমিটির আহবায়ক হাশেম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব লেহাজ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন, গোড়াই আঞ্চলিক শ্রমিকদলের সভাপতি রাজ্জাক সিদ্দিকী, উপজলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স, উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা প্রমুখ।

সাইদ সোহরাব বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তারেক রাহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ পেয়েছি। দেশের মানুষ এখন অপেক্ষা করছে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

নতুন বাংলাদেশে সাংবাদিকদের ভমিকা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদদের এই সাবেক জিএস বলেন, একটি শ্রেণি এখন সাংবাদিকদের বিরুদ্ধেও লেগে আছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে তাদের বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে।’

সাবেক এই ছাত্রনেতা বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে অচিরেই তারেক রহমান ফিরে আসবেন।’ এদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(ঢাকাটাইমস/৫এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা