বাসের টিকিটে ৬০০ লেখা, নিচ্ছে ১০০০ টাকা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ২১:১৯| আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২১:২৪
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাউফল-ঢাকা রুটের বাস পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনকে ফাঁকি দিতে বাসমালিকরা যাত্রীদের দেওয়া টিকিটের গায়ে ৬০০ টাকা লিখে আদায় করছে ১ হাজার টাকা।

যাত্রীদের অভিযোগ, যারা অতিরিক্ত টাকা দিতে অনীহা প্রকাশ করেন, তাদের টিকিট দেওয়া হয় না। হয়রানি এড়াতে বাধ্য হয়ে টিকিট নিচ্ছেন যাত্রীরা। কারণে ঈদ শেষে কর্মস্থলে ফেরা কর্মজীবী মানুষ পড়েছেন বিপাকে।

যুব অধিকার পরিষদের বাউফল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ বলেন, তারা চারজন মিলে উপজেলার ল্যাংরা মুন্সির পুল বাস কাউন্টার থেকে বাউফল ট্রাভেলসে ঢাকা ধোলাইপাড় যাওয়ার টিকিট কাটেন। টিকিটের গায়ে ৬০০ টাকা লিখলেও ভাড়া নিয়েছে জনপ্রতি ১ হাজার টাকা।

বাসমালিকদের এই প্রতারণার প্রতিবাদে হাসান মাহমুদ কাউন্টারের সামনেই ফেসবুকে লাইভ দিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি বলেন, শুক্রবার উপজেলা প্রশাসন বাউফল-ঢাকা রুটের কয়েকটি গাড়িতে অভিযান চালায়। সেসব গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে তাদের জরিমানা করলে বাস কর্তৃপক্ষ নতুন কৌশল নিয়েছেন।

বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু বলেন, অতিরিক্ত বাস ভাড়া নেয়ার বিষয়ে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা