নগরকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাহুল দাস (৪৫) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহুল পটুয়াখালীর সদর উপজেলার মুনসেফপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফরিদপুর শহরে থাকতেন। সেখানে ওরিয়ন গ্রুপের ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।
জানা গেছে, রাহুল পেশাগত কাজের জন্য ফরিদপুর থেকে মোটরসাইকেলযোগে নগরকান্দার কুঞ্জনগর বাজারে এসেছিলেন। সন্ধ্যায় কাজ শেষে বৃষ্টির মধ্যে তিনি মোটরসাইকেল চালিয়ে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। পথে কুঞ্জনগর বাজারের পাশে বটতলা এলাকায় কাঁদায় পিচ্ছিল সড়কে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির বলেন, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রলি গাড়িতে করে নেওয়া-আনা করেন মাটি ব্যবসায়ীরা। তখন গাড়ি থেকে সড়কে মাটি পড়ে থাকে। যে কারণে বৃষ্টি হলেই সড়কগুলো পিচ্ছিল হয়ে এমন দুর্ঘটনা ঘটে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এজে)

মন্তব্য করুন