তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ: নয়াপল্টনে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১৩:৫১| আপডেট : ২৮ মে ২০২৫, ১৪:১৭
অ- অ+

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এর নির্ধারিত সময়ের আগেই জনস্রোত তৈরি হয়েছে।

বুধবার বেলা ১টার দিকে নয়াপল্টন এলাকায় সরজমিনে দেখা যায়, বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই নয়াপল্টন ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

সমাবেশে তরুণ সমাজের বিশেষ বার্তা নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহেশখালী-মাতারবাড়ি উন্নয়ন প্রকল্পে জাইকার সহায়তা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
ঈদ উপলক্ষে দেশের ৪৫ রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা ও নিরাপত্তায় আনসার মোতায়েন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃষ্টির মধ্যেই চলছে পিচঢালাই
রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আইভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা