আলফাডাঙ্গায় আঞ্চলিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৪, ১৭:৪৪
অ- অ+

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার 'আবাবিল সংগঠন' কতৃক আয়োজিত আঞ্চলিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধুলজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী চার ক্যাটাগরিতে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে হাড্ডাহাড্ডি লড়াই চলে বিকাল ৪টা পর্যন্ত।

প্রতিযোগিতার ধারা অনুযায়ী ১০ পারা ও ৫ পারা গ্রুপের এক থেকে ১০ জনের চূড়ান্ত ফলাফলের জন্য দ্বিতীয় রাউন্ডে বিশেষ বিবেচনা হয়। সেখান থেকে বিচারক মণ্ডলী প্রথম ছয়জনকে বিজয়ী করেন। মোট চার ক্যাটাগরিতে চব্বিশ জনকে বিজয়ী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুফতী সিরাজুল ইসলাম, মাওঃ আহসানুল্লাহ সাহেব, মাও: আমিনুল্লাহ সাহেব, মুফতি কুতুবউদ্দিন ফরিদী সাহেব, মাও: আমিরুল ইসলাম, মাও: আবু-বকর সিদ্দিক, মাও: শফিকুল ইসলাম, মাওঃ বশির আহমেদ সাহেব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম জালাল আহমেদ প্রমুখ।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নামফলক ভেঙে নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
নওগাঁয় লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা