মিরপুর ডিওএইচএস এ এক্সিম ব্যাংকের ১৫২তম শাখা উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:০১
অ- অ+

ঢাকার অভিজাত এলাকা মিরপুর ডিওএইচএস এ এক্সিম ব্যাংকের ১৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মিরপুর ডিওএইচএস শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন।

সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, উপব্যবস্থাপনা পরিচালক মো. মইদুল ইসলাম এবং মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল ফেরদৌস প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক এখন নতুন উদ্যমে আরও উন্নত ও আন্তরিক গ্রাহকসেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা এই ব্যাংকের উপর আস্থা রাখুন, এক্সিম ব্যাংকের সাথে ব্যাংকিং করুন। আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ্।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিকে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় ৩০ জানুয়ারি
বিমানে মেলেনি কোনো বোমার আলামত
সংস্কার করতে একবছরের বেশি লাগার কথা নয় : নজরুল ইসলাম
সাবেক প্রতিমন্ত্রী পলক ও সাবেক এমপি সাদেক রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা