মিরপুর ডিওএইচএস এ এক্সিম ব্যাংকের ১৫২তম শাখা উদ্বোধন
ঢাকার অভিজাত এলাকা মিরপুর ডিওএইচএস এ এক্সিম ব্যাংকের ১৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মিরপুর ডিওএইচএস শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন।
সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক এখন নতুন উদ্যমে আরও উন্নত ও আন্তরিক গ্রাহকসেবা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা এই ব্যাংকের উপর আস্থা রাখুন, এক্সিম ব্যাংকের সাথে ব্যাংকিং করুন। আপনাদের সহযোগিতায় এই ব্যাংক সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ্।
(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)
মন্তব্য করুন