ববির নবনিযুক্ত ট্রেজারারকে শিক্ষকদের অবাঞ্ছিত ঘোষণা 

ববি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ২০:১৫
অ- অ+

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবনিযুক্ত ট্রেজারার সাবেক সেনাকর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষকরা অতিদ্রুত সেনাবাহিনীর সাবেক এই কর্নেলকে কোষাধ্যক্ষ পদ থেকে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদকে কোষাধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন।

অন্যথায় শিক্ষকরা কর্মবিরতি পালনসহ আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিবেন বলে জানান।

সোমবার দুপুর দেড়টায় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারের নিয়োগ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে গত ২৮ নভেম্বর শিক্ষকরা এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষা উপদেষ্টা বরাবর শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছেন।

আজকের কর্সমূচির সময় শিক্ষকরা বলেন, ‘একটা প্রবাদ আছে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে একজন শিক্ষাবিদকে ট্রেজারারের দায়িত্বে দেখতে চায়। কোনো সেনাবাহিনীর সাবেক কর্নেলকে আমরা এই পদে দেখতে চায় না।’

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বছির বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবেশে কোনোভাবেই আমরা সেনাবাহিনীর সাবেক একজন কর্নেলকে মেনে নিতে পারবো না। আমাদের দাবি না মেনে যদি প্রশাসন তাকে বিশ্ববিদ্যালয়ে যোগদান করায় তাহলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।’ (ঢাকা টাইমস/০২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ
ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান
ফ্রুটিং ব্যাগে ঝিনাইদহে কলা চাষে নতুন সম্ভাবনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা