আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিলে কেনিয়া পার্লামেন্টে করতালি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৪, ১৪:৪২| আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৫:৪৬
অ- অ+
ফাইল ছবি

ঘুষ ও প্রতারণার অভিযোগে ভারতের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী আদানির চেয়ারপারসন গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর আফ্রিকার দেশ কেনিয়া শিল্পগোষ্ঠীটির সঙ্গে ২৫০ কোটি (২ দশমিক ৫ বিরিয়ন) মার্কিন ডলারের চুক্তি বাতিল করেছে। এই ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছে পার্লামেন্ট। খবর আল জাজিরা।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার (২২ নভেম্বর) দেশটির পার্লামেন্টে এক ভাষণে আদানির সঙ্গে চুক্তি বাতিলের এই ঘোষণা দেন। তার এই ঘোষণায়

এর আগে গত বুধবার ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গৌতম আদানি তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আল জাজিরার খবরে বলা হয়, ওই দিনই যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন।

কেনিয়ার প্রেসিডেন্ট পার্লামেন্টে ভাষণে আদানির সঙ্গে যে দুটি দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেন, তার একটির অর্থমূল্য ২০০ কোটি ডলার। এই চুক্তিতে কেনিয়ার জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ ও টার্মিনাল উন্নত করার কথা ছিল।

দ্বিতীয় চুক্তিটি হলো ৩০ বছর মেয়াদি ৭৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সরকারি-বেসরকারি খাতের অংশীদারত্ব (পিপিপি) চুক্তি। এটি ছিল কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের চুক্তি।

তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলো থেকে পাওয়া নতুন তথ্যের আলোকে চুক্তি বাতিলের এই ঘোষণা দেন বলে জানান কেনীয় প্রেসিডেন্ট। তার ঘোষণাকে পার্লামেন্টে করতালি দিয়ে স্বগত জানান আইনপ্রণেতারা।

দেশটির পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাকে চুক্তি বাতিলের আনুষ্ঠানিকতা সারার জন্য নির্দেশ দেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

এদিকে যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর আদানি গোষ্ঠী একে ভিত্তিহীন বলে দাবি করেন। তবে কেনিয়ার চুক্তি দুটি বাতিলের ঘোষণায় আদানি গোষ্ঠী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/মোআ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
ববি বিজনেস ক্লাবের সভাপতি মিরাজ, সম্পাদক মিম
ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদি কষ্টে আছে: ড. আবদুল কাদের
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা