ইসরায়েলি হামলা

গাজায় ৩৮ ফিলিস্তিনিকে হত্যা, লেবাননে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫১| আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৮
অ- অ+
শনিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-ফারুক মসজিদে ইসরায়েলি বিমান হামলায় ধোঁয়া ওঠার পর ফিলিস্তিনিরা দৌড়ে পালাচ্ছে

ইসরায়েলি বাহিনী শনিবার গাজাজুড়ে হামলা চালিয়ে কমপক্ষে ৩৮ জনকে হত্যা করেছে, যার মধ্যে কামাল আদওয়ান হাসপাতাল এবং নুসেইরাতের আল-ফারুক মসজিদে হামলার ঘটনাও রয়েছে। অপরদিকে লেবাননে একইদিনে হামলায় নিহত হয়েছে ৩১ জন। খবর আল জাজিরার।

ইসরায়েলের হামলায় মধ্য বৈরুতে একটি আট তলা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছে। ।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের শহর টায়ার ইসরায়েলি হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে।

শহরের বিদ্যুৎ কোম্পানির কাছে একটি ভবনে হামলায় তিনজন আহত হয়েছেন।

হামলায় ব্যবহৃত গাইডেড মিসাইলের অবশিষ্টাংশও পাওয়া গেছে, যোগ করেছে এনএনএ।

শনিবার টায়ারে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে, যার মধ্যে ইসরায়েলি ড্রোনের আঘাতে নিহত দুই জেলে রয়েছে।

ফিলিস্তিনি তথ্য কেন্দ্র হাসপাতালের স্ট্রেচারে শুয়ে থাকা ডা. হুসাম আবু সাফিয়ার ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে অন্যরা তার উরুর চারপাশে একটি ব্যান্ডেজ জড়িয়ে রেখেছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম হাসপাতালের ভিতরে রোগীদের পরীক্ষা করার সময় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার দ্বারা ফেলে দেওয়া বোমায় আহত হন।

“আমার ইনজুরি একটি সম্মানের,” তিনি বলেছিলেন।

এর আগে আল জাজিরা রিপোর্ট করেছিল যে উত্তরের পরিষেবাগুলোর উপর, যার মধ্যে উত্তর গাজার একটি হাসপাতাল রয়েছে, শনিবার ইসরায়েলের আক্রমণে কমপক্ষে দুই জন নিহত এবং ১২ জন চিকিৎসা কর্মী আহত হয়েছে। হামলায় বৈদ্যুতিক জেনারেটর, অক্সিজেন সরবরাহ নেটওয়ার্ক এবং পানি সরবরাহও ব্যাহত হয়।

অক্টোবরেও ইসরায়েলি বাহিনী ওই স্থাপনায় অভিযান চালিয়ে সেখানকার প্রায় সব চিকিৎসাকর্মীকে আটক করে। তারা আবু সাফিয়াকে সুবিধাটি খালি করতে বলেছিল কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছিল। পরে ইসরায়েলি বাহিনী হাসপাতালে একটি ড্রোন হামলায় ডাক্তারের ছেলেকে হত্যা করে।

হামাস বলেছে, উত্তর গাজায় ইসরায়েলের বিরতিহীন বোমাবর্ষণে একজন নারী বন্দি নিহত হয়েছে। এরপর যুদ্ধবিরতির আহ্বানে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের রাস্তায় নেমে এসেছে।

ইসরায়েলিরা শনিবার রাতে তেল আবিবে মিছিল করে গাজায় বন্দী অবশিষ্ট বন্দীদের মুক্তি দিতে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে

২০২৩ সালের ৭ অক্টোবর ইসলায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলায় অন্তত ১১৩৯ জন নিহত হয়। ওই সময় বন্দি করা হয় ২০০ জনেরও বেশি। এরপর থেকে গাজাজুড়ে অব্যাহত হামলায় কমপক্ষে ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ পর্যন্ত আহত হয়েছে এক লাখ চার হাজার ৪৭৩ জন।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ৬৭০ জন নিহত এবং ১৫ হাজার ৪১৩ জন আহত হয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোয়াইট হাউজে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা