চীন, কানাডা, মেক্সিকোর ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৫| আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৭:৫৪
অ- অ+

যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক ব্যবসা এবং অভিবাসনে জড়িত থাকার অভিযোগে চীন, কানাডা এবং মেক্সিকোর ওপর ব্যাপকহারে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন নব নির্বাচিত মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল একাউন্টে এ বিষয়ে একাধিক বিবৃতি দিয়েছেন।

এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কসহ মার্কিন বৃহত্তম ব্যবসায়িক অংশীদারদের ওপর কিছু শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প লিখেছেন, ‘আগামী ২০ জানুয়ারি আমার অনেকগুলো নির্বাহী আদেশের মধ্যে আমি মেক্সিকো এবং কানাডাকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সমস্ত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করবো।’

অপর একটি পোস্টে ট্রাম্প লিখেছেন তিনি শক্তিশালী মাদক চোরাচালান রোধে ব্যাপক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

যদিও নির্বাচনের আগে প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অর্থনৈতিক এজেন্ডা ছিল রিপাবলিকানমিত্র এবং প্রতিপক্ষের ওপর সমানহারে শুল্ক আরোপ করবেন।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের সঙ্গে রীতিমত বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন এবং চীনা পণ্যের ওপর শত শত বিলিয়ন ডলার শুল্ক আরোপ করেছিলেন। সেই সময় তিনি অন্যায্য বাণিজ্য চর্চা, মেধা সম্পদ চুরি এবং বাণিজ্য ঘাটতিকে যুক্তি হিসেবে দাঁড় করেছিলেন। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের আরোপিত অনেক শুল্ক প্রত্যহার করেন।

সূত্র: আনাদোলু

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা