‘জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক আইজিপি মামুন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৪, ১৩:৪৯| আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৪:৫৫
অ- অ+
বুধবার সকালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন জুলাই গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। “তার (মামুন) নেতৃত্বে গণহত্যা চালানো হয়েছে”- বলেন অ্যাডভোকেট তাজুল।

বুধবার ট্রাইব্যুনালে সাবেক আইজিপিসহ আট কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা অভিযোগ তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।

এদিন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আট সাবেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানি শেষে তাদের জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন>> আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আরও পড়ুন>> মামুন-জিয়াউলসহ আটজনের বিষয়ে পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর

আরও পড়ুন>> জিয়াউল আহসান কসাইয়ের মতো হত্যাকাণ্ড চালিয়েছে: তাজুল ইসলাম

এদিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান সম্পর্কে বলের, “বাংলাদেশে কসাইয়ের মতো হত্যাকাণ্ড চালিয়েছেন জিয়াউল আহসান।”

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সব ধরনের চেষ্টা চলছে: মোশাররফ
অ্যাডিলেইড টেস্ট: স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮০ রানে অলআউট ভারত
সম্পর্কের টানাপোড়েন ও গুজবের প্রভাব নেই ভোমরা স্খলবন্দরে
কুবিতে সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা