৫ আগস্টের স্বাধীনতা ধরে রাখতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে: তেনজিং 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৮:৫৬
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে।

সোমবার দিনব্যাপী সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড়, দক্ষিণ সন্দ্বীপের শিবেরহাট, ধোপার হাট এবং উত্তর সন্দ্বীপের বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তেনজিং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে ধরেন।

আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নিরাপদ থাকবে, জানমালের নিরাপত্তা থাকে। আর কোনো ফ্যাসিস্ট যাতে রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আজমত আলী বাহাদুর, গাজী হানিফ, কাজী এমদাদুর রহমান আলমগীর, পৌর বিএনপির সদস্য সচিব আবুল বাশার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার, বিএনপি নেতা আবুল বাশার খান প্রমুখ।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/জেবি/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার জলাধার পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
রেকর্ড জুটির পরও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশের হার, যা বলছেন জাহানারা 
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির কড়া প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা