অ্যান্টিগা টেস্ট: তৃতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ২২:১৬| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৩৮
অ- অ+

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে শাহাদাত হোসেন দিপু ফিরে গেলেও মুমিনুল হক ও লিটন দাস মিলে বাংলাদেশকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছের। এই জুটিতে ভর করে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৩৪৫ রানে পিছিয়ে আছে টাইগাররা।

আজ (রবিবার) আগের দিনের ৪০ নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই আপরাজিত ব্যাটার মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান কেমার রোচ।

কেমার রোচের বলে প্রথম স্লিপে কেভম হজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান শাহাদত হোসেন দিপু। আউট হওয়ার আগে করেন ৭১ বলে ১৮ রান। তার বিদায়ে ভাঙে ৪৫ রানের জুটি।

দিপু ফিরে গেলে জুটি বাঁধেন মুমিনুর হক ও লিটন দাস। এই জুটির কল্যাণে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৩৪৫ রানে পিছিয়ে আছে টাইগাররা।

এর আগে অ্যান্টিগা টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ভর করে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডজের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি
গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায়, চালক নিহত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
কলকাতায় হাসপাতাল ব্যবসায় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা