খাগড়াছড়িতে ভূমি কমিশন অফিস ঘেরাও, আইন বাতিলের দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৬, ২২:১১
অ- অ+

পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন অফিস ঘেরাও, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। সমাবেশে অভিলম্বে ভূমি কমিশন আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান নেতাকর্মীরা। অন্যথায় পার্বত্য চট্রগ্রামে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন।

বুধবার দুপুরে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এসময় একটি বিক্ষাভ মিছিল খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে শুরু হয়ে মাস্টারপাড়াস্থ পার্বত্য চট্রগ্রাম ভূমি কমিশন কার্যালয় ঘেরাও করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। সেখানে সংগঠনের সহাস্রধিক নেতাকর্মী পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরাধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলসহ পাহাড়ে বসবাসরত বাঙালিদের অধিকার বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

প্রতিবাদ সমাবেশে পাড়া মহল্লায় পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলতে পাহাড়ে বসবাসরত বাঙালিদের প্রতি আহবান জানান পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি মাইন উদ্দীন।

তিনি আগামী কাল (২৭ অক্টাবর) বৃহস্পতিবার পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারউল হক এর খাগড়াছড়ি সফর প্রতিহত করার ঘোষণা দেন। এছাড়া সমাবেশে অভিলম্বে ভূমি কমিশন আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় পার্বত্য চট্রগ্রামে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন ।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেদ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মো. শহাজল ইসলাম সজল, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, পানছড়ি উপজলা শাখার সভাপতি সাইফুর রহমান, দীঘিনালা উপজলা সভাপতি সাদ্দাম হোসেন, মানিকছড়ি উপজলা সভাপতি মোস্তাদির হোসেন, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পার্বত্য চট্রগ্রাম ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব মইনুল হক, যুগ্ম আহবায়ক আবুল কাশেম প্রমুখ।

আগামী ৩০ অক্টাবর পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরাধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় বৈঠক আহবান করা হয়েছে। রাঙামাটি সার্কিট হাউজ এ বঠকটি হওয়ার কথা রয়েছে। ১৯৯৭ সাল সম্পাদিত পার্বত্য চুক্তির আলোকে গঠিত পার্বত্য ভূমি বিরাধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা শুরু থেকে এ আইনের বিরোধিতা করে আসছিলেন।

অবশেষে চলতি বছরর ১ লা আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠক ভোটিং সাপেক্ষ ‘পার্বত্য ভূমি বিরাধ নিষ্পত্তি কমিশন (সংশাধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগতভাব অনুমোদন ও ৯ আগস্ট তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজট আকার প্রকাশের পর গত ৬ অক্টাবর জাতীয় সংসদে পাশ হয়।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত
দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী
নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে আ.লীগ রাজনৈতিক ফায়দা লুটেছে: সালাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা