বদলগাছীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০| আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৪
অ- অ+

নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায় দুই শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বদলগাছী চারমাথা এলাকার বিএনপির অস্থায়ী পার্টি অফিসে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

তিনি বলেন, মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আপনারা জানেন, গত কয়েক দিন থেকে শীতের তীব্রতায় জনজীবন কাবু। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু উপজেলা কৃষক দল নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরো বলেন, ম্যাডাম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রতিটি কৃষকের পাঁচ হাজার টাকা ঋণ মওকুফ করেন। শুধু তাই নয়, আমাদের সুজলা-সুফলা দেশের প্রধান উৎস কৃষি। কৃষি নির্ভর দেশে প্রতিটি কৃষক যেন ফসলের ন্যায্য দাম পায় তা নিশ্চিতে কাজ করছে কৃষক দল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো.জাকির হোসেন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৩ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা