আখাউড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:০৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকটি গ্রামে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় ও আহতরা জানান, খয়েরি রঙের একটি পাগলা কুকুর প্রথমে আনন্দপুর গ্রামের নাজির হোসেনের শিশু কন্যা জুঁইসহ ছয়জনকে কামড়ায়। স্থানীয় লোকজনের তাড়া খেয়ে কুকুরটি দৌঁড়ে রহিমপুর গ্রামে যেতে হেলাল উদ্দিন এবং দ্বিজয়পুর গ্রামের সাচ্চু মিয়ার ছেলে সাকিবসহ হীরাপুর গ্রামের শিশু ও নারীসহ অন্তত ১৫ জনকে কামড়ায়। তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

আনন্দপুর গ্রামের বাসিন্দা সাবেক ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া জানান, পাগলা কুকুরটি হীরাপুর গ্রামে যাওয়ার পর এলাকার যুবকরা কুকুরটিকে পিটিয়ে মেয়ে ফেলে। পরে মাটিতে পুঁতে ফেলা হয়।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. শাহ আলম বলেন, কুকুরের কামড়ে কয়েকজনকে ভর্তি করা হয়েছে। তবে, মারাত্মকভাবে কেউ আহত হয়নি। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৪ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেনাকাটার জন্য বেরোনোর আগে জানুন ঢাকার কোন কোন মার্কেট বন্ধ
ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
মৌসুমে সর্বোনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গল মারভেলসের জয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা