সিরাজদিখানে স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:২২| আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৩
অ- অ+

মুন্সীগঞ্জ সিরাজদিখান মধ্যপাড়ার এক কৃষক স্বামীর সর্বস্ব ও সন্তানসহ পালিয়েছেন স্ত্রী। পালিয়ে যাওয়া গৃহবধূর মোসা. সুমাইয়া বেগম কৃষক মো. রকির স্ত্রী। গত ৩ ডিসেম্বর থেকে উধাও হন ওই গৃহবধূ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও খোঁজ না পেয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন রকি।

জানা গেছে দাম্পত্য জীবনে সুমাইয়া ও রকি দম্পতির রিয়াজ (১১), জিসান (৭), জিহাদ (৪) নামে তিন ছেলেসন্তান আছে। গত ৩ ডিসেম্বর সকাল ৮টার দিকে সন্তানকে মোস্তাফাগঞ্জ মাদ্রাসায় দিয়ে আসার কথা বলে সাড়ে ৪ বছর বয়সী ছোট ছেলে জিহাদকে নিয়ে সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব-কাকালদীর বাড়ি থেকে বের হয়ে যান সুমাইয়া। পালিয়ে যাওয়ার সময় সুমাইয়া স্বামীর আলু বিক্রির নগদ সাড়ে তিন লাখ টাকা, দেড় ভরি স্বর্ণ, দামি আরও নানা পণ্যসামগ্রীসহ সারে ৪ বছরের ছেলেসন্তানকে নিয়ে যান। ওই দিন সকালে বের হয়ে সুমাইয়া দুপুর ১২টা বাজেও বাড়িতে না ফিরলে নিকট আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন স্বামী রকি। কোথাও খোঁজ না পেয়ে গত ৯ ডিসেম্বর স্ত্রী-সন্তানের খুঁজে পেতে তিনি সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।

নিখোঁজ ডায়েরিতে রকি উল্লেখ করেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার আবুল বোসের খানের মেয়ে সুমাইয়া বেগমের সঙ্গে আমার ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তবে বিয়ের আগে থেকেই মো. বাশার নামে একজনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল, যা বিয়ের পরও চলছিল । এরই ধারাবাহিকতায় ৩ ডিসেম্বর সকাল ৮ টার সময় আমি বাড়িত না থাকায় বসত ঘরে থাকা নগদ ৩,৫০,০০০/- টাকা এবং দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। ওইদিন আমার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ও বাশারের মোবাইল নম্বরে কল দিলে মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও স্ত্রী এবং সন্তানের সন্ধান পাওয়া যায়নি। বর্তমানেও খোঁজাখুঁজি অব্যাহত আছে। পালিয়ে যাওয়ার ৯ দিন অতিবাহিত হওয়ার পর এখনও সুমাইয়া ঘরে ফিরে আসেনি। এমতাবস্থায় উক্ত ঘটনার বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের লিখিত আবেদন করি।

সাংবাদিকদের রকি বলেন, ‘আমার সংসার তছনছ হয়ে গেছে। আমার সব কিছুসহ ছোট ছেলেকে নিয়ে গাড়ি বিক্রি করার দালাল বাশারের সঙ্গে পালিয়ে গেছে স্ত্রী সুমাইয়া। সুমাইয়া আর বাশারের আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে থেকেই ওদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আমি একজন কৃষক। স্ত্রী ও ছেলেসন্তানদের সুখের কথা চিন্তা করে তাদের জন্য কষ্ট করেছি। এবারের আলু বিক্রি করে সারে তিন লক্ষ টাকা সুমাইয়ার কাছে রেখে ছিলাম। এতোদিন সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ কী হয়ে গেল বুঝতে পারছি না। এদিকে কৃষক রকির স্ত্রী নিখোঁজের ৯ দিন পার হয়ে গেলেও কোনো খবর না পাওয়ায় আসলেই নিখোঁজ নাকি পরকীয়া এ নিয়ে নানা গুঞ্জন উঠেছে উপজেলা জুড়ে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা