সিরাজদিখানে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি
সিরাজদিখান বাজারের সন্তোষপাড়া মোড়ে হোসনে আরা জেনারেল হাসপাতাল সংলগ্ন মোল্লা ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বিভিন্ন ওষুধসহ প্রায় সোয়া দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে দোকানে পত্রিকা দিতে এসে সাঁটার ভাঙা দেখে মালিককে খবর দেয় হকার। পরে বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে দোকানের কর্মচারী সুমন ভেতরে প্রবেশ করে দেখেন এন্টিবায়োটিকসহ দামি দামি ঔষধ দোকান থেকে চুরি হয়েছে। এর আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও নগদ ২৫ হাজার টাকাও খোয়া গেছে।
দোকানের মালিক মো. আসলাম মোল্লা জানান, আমার প্রায় ২ লাখ ১০ হাজার টাকার ওষুধ ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
এ এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটে। এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির ঘটনা বেড়ে যাচ্ছে জানান স্থানীয়রা। মাদকাসক্তরাই এ কাজের সঙ্গে জড়িত থাকার সন্দেহ পোষণ করছেন দোকানের মালিক।
আশপাশের দোকানদারা জানান, উপজেলার মালখানগর বয়রাগাদী, সন্তোষপাড়া, ইছাপুরা, তালতলা বাজারসহ বেশ কিছু হাটবাজার ও গ্রামে গত ২ মাসে শতাধিক চুরির ঘটনা ঘটেছে কোনো চোর এখনো ধরা পড়েনি।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার আরিফুর কায়ছার ঢাকাটাইমসকে জানান, চুরির ঘটনার আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন